খুব বড়লোকের মেয়েকে বিবাহ করলে কী কী সমস্যা হতে পারে?
খুব বড়লোকের মেয়েকে বিবাহ করলে কী কী সমস্যা হতে পারে? নানা রকম সমস্যা হবে ১) রুচি গত অমিলের ফলে সর্বদা খিটিমিটি লেগে থাকবে। যেমন স্ত্রী তার বার্থডে পার্টি সোনারগাঁ হোটেলে করতে চাইবেন কিন্তু আপনার কাছে তা অর্থের অপচয় মনে হবে। ২)তিনি ঈদের ছুটিতে বিদেশে বেড়ানো আর শপিং এ যেতে চাইবেন আর আপনি গ্রামে বাবা মার কাছে যেতে চাইবেন যেখানে এসি নেই, উন্নত বাথরুম নেই, সর্বদা দরিদ্র লোকের আনা গোনা। আর দরিদ্রদের অদ্ভুত ধাঁচের দারিদ্রতা পূর্ণ কথাবার্তা যা তাকে ক্রমাগত আহত করবে এবং স্ত্রী আপনার সাথে বসবাসের বিষয়ে আগ্রহ হারাতে থাকবেন। ৩)আপনি বড় লোকদের জীবন যাত্রা আর তাদের চিন্তা ভাবনার ধরনের সাথে নিজেকে মেলাতে পারবেন না ফলে সর্বদা কষ্ট পেতে থাকবেন। ৪)আপনার আত্নীয় স্বজনরা আপনার বড় লোক স্ত্রী আর স্ত্রীর আত্নীয়দের সাথে সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হবেন যা আপনার ভালো লাগবে না। ৫)বড় লোকের মেয়ের বিপুল পোশাক আশাক পার্লার খরচ কসমেটিকসের যোগান দেয়া আপনার জন্য সম্ভব হবে না ফলে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবেন। মুলত আপনি বড় লোকের মেয়ে স্ত্রীর সাথে তাল মেলাতে না পেরে সুখ হারিয়ে ফেলবেন।